হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড়ে আবারও অস্ত্রের কারখানার সন্ধান, ১ কারিগর গ্রেপ্তার

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার টৈটং ইউনিয়নের চ্যাপ্টা মোরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেন (৫০) নামে একজন কারিগরকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জল দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় র‍্যাব। ওই কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও একজন কারিগর পালিয়ে গেছেন বলে জানায় র‍্যাব।
 
এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই এলাকার জুম পাড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-৭। ওই অভিযানে আটটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় অভিযান শেষে সাংবাদিকদের এ নিয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার।

মো. খায়রুল ইসলাম সরকার জানান, দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা, লবণ মাঠ, চিংড়ি ঘের দখল ও বন দস্যুতার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি একটি সচল অস্ত্র তৈরির কারখানা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা