হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড়ে আবারও অস্ত্রের কারখানার সন্ধান, ১ কারিগর গ্রেপ্তার

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার টৈটং ইউনিয়নের চ্যাপ্টা মোরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেন (৫০) নামে একজন কারিগরকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জল দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় র‍্যাব। ওই কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও একজন কারিগর পালিয়ে গেছেন বলে জানায় র‍্যাব।
 
এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই এলাকার জুম পাড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-৭। ওই অভিযানে আটটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় অভিযান শেষে সাংবাদিকদের এ নিয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার।

মো. খায়রুল ইসলাম সরকার জানান, দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা, লবণ মাঠ, চিংড়ি ঘের দখল ও বন দস্যুতার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি একটি সচল অস্ত্র তৈরির কারখানা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ