হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড়ে আবারও অস্ত্রের কারখানার সন্ধান, ১ কারিগর গ্রেপ্তার

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার টৈটং ইউনিয়নের চ্যাপ্টা মোরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেন (৫০) নামে একজন কারিগরকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জল দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় র‍্যাব। ওই কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও একজন কারিগর পালিয়ে গেছেন বলে জানায় র‍্যাব।
 
এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই এলাকার জুম পাড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-৭। ওই অভিযানে আটটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় অভিযান শেষে সাংবাদিকদের এ নিয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার।

মো. খায়রুল ইসলাম সরকার জানান, দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা, লবণ মাঠ, চিংড়ি ঘের দখল ও বন দস্যুতার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি একটি সচল অস্ত্র তৈরির কারখানা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ