হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড়ে আবারও অস্ত্রের কারখানার সন্ধান, ১ কারিগর গ্রেপ্তার

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার টৈটং ইউনিয়নের চ্যাপ্টা মোরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেন (৫০) নামে একজন কারিগরকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জল দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

প্রায় ৫ ঘণ্টা অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় র‍্যাব। ওই কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও একজন কারিগর পালিয়ে গেছেন বলে জানায় র‍্যাব।
 
এর আগে গত ৩ ফেব্রুয়ারি একই এলাকার জুম পাড়া পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‍্যাব-৭। ওই অভিযানে আটটি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় অভিযান শেষে সাংবাদিকদের এ নিয়ে বিস্তারিত জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম সরকার।

মো. খায়রুল ইসলাম সরকার জানান, দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে ৮টার দিকে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা, লবণ মাঠ, চিংড়ি ঘের দখল ও বন দস্যুতার জন্য ব্যবহার করা হচ্ছে। এটি একটি সচল অস্ত্র তৈরির কারখানা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন