হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুর জেলা বিএনপির সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চাঁদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে দুপুর ১২টার দিকে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 

জানা যায়, রায়ের বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। অনেক নেতাকর্মী রাস্তায় শুয়েও পড়েন। এ সময় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। 

চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড সেলিম উল্লাহ সেলিম বলেন, ২০১৮ সালের নির্বাচন বানচালের অভিযোগে বিএনপির বিরুদ্ধে একটি গায়েবি মামলা করা হয়। কালীবাড়িতে ঘটনার দিন সভাপতি হাজারো নেতাকর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে, যার নম্বর জিআর ৫৬১, এসটিসি ১/২২। 

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ওই গায়েবি মামলায় কোনো আসামি ছিল না। নতুন করে শেখ ফরিদ আহমেদ মানিকের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আজকে আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন তিনি। আমরা এই গায়েবি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রণজিৎ রায় চৌধুরী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ টি এম মোস্তফা কামাল। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১