হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী থেকে নাহিদ হোসেন আরমান (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, পরিবারের দাবি ওই স্কুলছাত্রকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

মৃত নাহিদ সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে। সে মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। 

স্কুলছাত্রের পরিবারের লোকজন জানান, গতকাল রোববার রাতে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় মান্দারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চায় নাহিদের পরিবার। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে নাহিদের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানায় পাঠায়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

মৃতের বাবা বেলাল হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাই বাচ্চু মিয়া নাহিদকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া বলেন, ‘নাহিদ আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের ফাঁসানোর জন্য বিষয়টিকে হত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছে।’ 

এ বিষয়ে মান্দারী ইউপির চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ‘গতকাল সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে নাহিদের বাবা তাঁর ভাই বাচ্চু মিয়ার বিরুদ্ধে গ্রাম আদালতে বিচার দেন। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি মীমাংসা করার জন্য আমি জানিয়েছি। রাতে শুনি নাহিদ মারা গেছে। এর চেয়ে বেশি কিছু আমার জানা নাই।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যা না কি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার