হোম > অপরাধ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ৩৬ লাখ টাকার ইয়াবাসহ আটক বাসের হেলপার

প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম): চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের (চট্টগ্রাম-কক্সবাজার) মহাসড়ক এলাকা থেকে ১১ হাজার ৯৮০টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গত মঙ্গলবার বেলা ৩টায় তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. সোহাগ হোসেন (৩৪)। সে বাগেরহাট জেলার মুলঘর উপজেলার আবদুল মজিদ সরদারের ছেলে।

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাওয়ার খবর পায় র‍্যাব-৭। এর ভিত্তিতে একটি দল শিকলবাহা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামালে একজন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে ধাওয়া করে আটক করার পর তাঁর শপিং ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। শপিং ব্যাগ তল্লাশি করে ১১ হাজার ৯৮০টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। সোহাগ হোসেন বাসটির হেলপার।

নুরুল আবছার আরও জানান, গ্রেপ্তারকৃত জিজ্ঞাসাবাদে বলেন দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস জাহান জানান, র‍্যাব-৭ অভিযানে ১১ হাজার ৯৮০টি  ইয়াবাসহ বাসের হেলপার মো. সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও