হোম > অপরাধ > চট্টগ্রাম

সাজু মিয়ার পারিবারিক ব্যবসা পানের খিলিতে ইয়াবা বিক্রি

প্রতিনিধি

চট্টগ্রাম: ডবলমুরিংয়ে সড়কের পাশেই সাজু মিয়ার ছোট্ট পানের দোকান। মাঝে মাঝে সেখানে বসেন তার স্ত্রী তাহমিনাও। বেচাবিক্রি ভালোই। ক্রেতারা আসেন, মসলা আর বেশি করে জর্দা দেওয়া সুবাসিত পান চিবুতে চিবুতে সস্তা সিগারেটে দেন সুখটান। আপাত নির্দোষ এই দৃশ্যের আড়ালে ঘটে যাচ্ছিল এক মারাত্মক অপরাধ! আসলে সাজু মিয়া পান–সিগারেটের আড়ালে বিক্রি করেন ইয়াবা। শুধু নিয়মিত ক্রেতারাই জানেন, সাজু–তাহমিনা সুন্দর করে ভাঁজ করা পানে বিশেষ কায়দায় ভরে দিতে পারেন ইয়াবা বড়ি।

অবশেষে তারা ধরা পড়েছেন পুলিশের হাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, পানের খিলিতে বিক্রি করতেন ইয়াবা। সাধারণ খিলির দাম পাঁচ টাকা। আর সেই খিলিতে একটি ইয়াবা বড়ি থাকলে সেটির দাম হয় ৪৫০ টাকা। আর দুটি বড়ি হলে ৯০০ টাকা।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দোকান থেকে ইয়াবা বিক্রির সময় ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হন সাজু মিয়া। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা আছে। এলাকায় অনেকেই তাকে ইয়াবার খুচরা বিক্রেতা হিসেবে জানেও। তবে ঠিক কোন কায়দায় তিনি ইয়াবা বেচেন এটি অনেকের ছিল অজানা।

সাজু মিয়াকে বৃহস্পতিবার আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, স্ত্রী তাহমিনাও জড়িত ইয়াবা কারবারে। এই তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে দেওয়ানহাট দীঘিরহাট ২ নম্বর রেল গেট এলাকা থেকে তাহমিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‌সাজু মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর মতো তাহমিনাও পানের দোকান করেন। এই দোকানের আড়ালেই ইয়াবা বিক্রি করতেন। তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তারা ইয়াবা বড়ি পাইকারি কিনে এনে দেওয়ানহাট পানিরদীঘি এলাকায় খুচরা বিক্রি করতেন।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা