হোম > অপরাধ > চট্টগ্রাম

মামলা তদন্ত করার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ভুয়া র‍্যাব কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মামলা তদন্ত করার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আমান উল্লাহ মানিক (২৯) নামে এক ভুয়া র‍্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। 

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ভুজপুর থানাধীন কাজীর টিলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ ভুজপুর থানাধীন পশ্চিম সিংহরিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। 

সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, পারিবারিক কলহের জেরে এক নারী তাঁর স্বামীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে ওই নারীর সঙ্গে আমান উল্লাহর দেখা হয়। এ সময় আমান উল্লাহ নিজেকে র‍্যাব কর্মকর্তা বলে পরিচয় দেন। পরে ভুক্তভোগী নারী আমান উল্লাহকে সব খুলে বলেন। একপর্যায়ে আমান উল্লাহ ওই নারীর দায়ের করা মামলার তদন্তকাজ করে দেওয়া ও আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। এ কাজের জন্য তিনি ১ লাখ টাকাও দাবি করেন। 

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী আমান উল্লাহকে প্রাথমিক পর্যায়ে সাড়ে ৩৭ হাজার টাকা দেন। পুনরায় তিনি টাকা দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হয়। পরে ওই নারী র‍্যাবের শরণাপন্ন হন।

নুরুল আবছার আরও বলেন, লিখিত অভিযোগ পেয়ে ওই ভুয়া র‍্যাব কর্মকর্তাকে শনাক্তের পর ভুজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে কেস ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্য পর্যালোচনা করে আমান উল্লাহর বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা পাওয়া গেছে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল