হোম > অপরাধ > চট্টগ্রাম

মামলা তদন্ত করার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ভুয়া র‍্যাব কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মামলা তদন্ত করার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আমান উল্লাহ মানিক (২৯) নামে এক ভুয়া র‍্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। 

এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ভুজপুর থানাধীন কাজীর টিলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ ভুজপুর থানাধীন পশ্চিম সিংহরিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। 

সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, পারিবারিক কলহের জেরে এক নারী তাঁর স্বামীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে ওই নারীর সঙ্গে আমান উল্লাহর দেখা হয়। এ সময় আমান উল্লাহ নিজেকে র‍্যাব কর্মকর্তা বলে পরিচয় দেন। পরে ভুক্তভোগী নারী আমান উল্লাহকে সব খুলে বলেন। একপর্যায়ে আমান উল্লাহ ওই নারীর দায়ের করা মামলার তদন্তকাজ করে দেওয়া ও আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। এ কাজের জন্য তিনি ১ লাখ টাকাও দাবি করেন। 

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী আমান উল্লাহকে প্রাথমিক পর্যায়ে সাড়ে ৩৭ হাজার টাকা দেন। পুনরায় তিনি টাকা দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হয়। পরে ওই নারী র‍্যাবের শরণাপন্ন হন।

নুরুল আবছার আরও বলেন, লিখিত অভিযোগ পেয়ে ওই ভুয়া র‍্যাব কর্মকর্তাকে শনাক্তের পর ভুজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে কেস ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) তথ্য পর্যালোচনা করে আমান উল্লাহর বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা পাওয়া গেছে। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী