হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে পৃথক অভিযানে ৫৮ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৫ কেজি (৫৮ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ রোববার দুপুরে চাঁদপুর নৌ পুলিশ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আজ ভোর ৬টার দিকে কোস্টগার্ড চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে একটি ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দ করা জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, পরে মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সফরমালি মেঘনার চর থেকে মালিক বিহীন নেটের বস্তায় ভর্তি পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। 

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ