হোম > অপরাধ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ৮ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৪ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে নয় কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার মইজ্জেরটেক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা। 

আটক ব্যক্তিরা হলেন-অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা। 

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের যাত্রীবাহী বাসটি মইজ্জারটেকের চেকপোস্ট অতিক্রমের সময় তল্লাশির জন্য থামায় পুলিশ। এ সময় বাসে দুই নারীসহ চারজন যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো উদ্ধার করা হয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক নারী জুলি ও গীতা ধর কোমরে কৌশলে বেঁধে বহন করছিল স্বর্ণ। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশিকালে কোমর থেকে প্যাঁচানো অবস্থায় নয় কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাসে করে এ স্বর্ণ কক্সবাজার থেকে নিয়ে আসছিল।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন