হোম > অপরাধ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ৮ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৪ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সাড়ে নয় কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার মইজ্জেরটেক এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা। 

আটক ব্যক্তিরা হলেন-অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তাঁর স্ত্রী জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা। 

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের যাত্রীবাহী বাসটি মইজ্জারটেকের চেকপোস্ট অতিক্রমের সময় তল্লাশির জন্য থামায় পুলিশ। এ সময় বাসে দুই নারীসহ চারজন যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো উদ্ধার করা হয়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক নারী জুলি ও গীতা ধর কোমরে কৌশলে বেঁধে বহন করছিল স্বর্ণ। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশিকালে কোমর থেকে প্যাঁচানো অবস্থায় নয় কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাসে করে এ স্বর্ণ কক্সবাজার থেকে নিয়ে আসছিল।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল