ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। গতকাল বুধবার রাতে দাগনভূঞা গজারিয়া রোড বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
ওই কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটির ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
চিরকুটে লেখা আছে, ‘প্রিয় আমার মা ও বাবা, আশা করি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’
এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি হাছান ইমাম জানান, মেয়েটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তারা দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কারণ রয়েছে।