হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে গুদামে মিলল ১৫ হাজার লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারের একটি দোকানের দুই গুদাম থেকে ১৫ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগেরদিন গতকাল রোববার চৌমুহনীর সিডিএ মার্কেটের খাজা স্টোরের গুদাম থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছিল। পরে স্টোরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে তেলগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে পাহাড়তলী রেলওয়ে বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজ স্টোর নামের একটি দোকানের গুদামে এসব তেল পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান তেল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগেই ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে সিরাজ স্টোর নামের দোকানটি। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করতে বসুন্ধরা ব্যান্ডের এসব তেল গুদামজাত করা হয়েছে। কম দামে কেনা এসব তেল এখন বর্তমান বাজার দামে বিক্রির চেষ্টা করছিলেন মালিক। অভিযান চালিয়ে আমরা এসব তেল জব্দ করেছি। অভিযান শেষ হলে জরিমানা করা হবে।’

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী