হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ফাঁস দিয়ে আইনজীবীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে নগরীর ছোটরা ইংরেজ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আইনজীবী মো. আসাদুজ্জামান জনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজার ডাঙ্গা এলাকার জামাল আহম্মেদের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর ছোটরা এলাকায় বসবাস করত।

নিহতের স্ত্রী আইনজীবী ফাতেমা আক্তার জানান, তাঁর স্বামী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ডাক্তারও দেখানো হয়েছে। তিনি নিয়মিত আদালতে যেতেন না। রাতে প্রায় দেরিতে ঘুমাতেন। অনেক দিন ধরে পারিবারিক কলহও ছিল। গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো আমরা বাচ্চা নিয়ে শুয়ে পড়ি। পরে তিনি উঠে সামনের রুমে যায়। ভেবেছি হয়তো প্রতিদিনের মত ওই রুমে কোন কাজ বা মোবাইল চালাচ্ছেন। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ওই রুমে গিয়ে দেখি স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হয় কিন্তু গেল রাতে তেমন কিছু হয়নি যে সে আত্মহত্যা করবে।’

ফাতেমা আক্তার জানান, প্রেমের পর ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। স্বামীর পরিবারের পক্ষ থেকে তাঁদের লেখাপড়া করায়। ২০১৬ সালে আইনজীবীর সনদ লাভ করে একত্রে স্বামী-স্ত্রী আইন পেশায় আসেন। সম্প্রতি স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় আদালতে তেমন যেতেন না। তাঁদের আসিফা জামান নামের চার বছরের একটি মেয়ে রয়েছে। 

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, নিহত জনি ও তাঁর স্ত্রী আইনজীবী সমিতির সদস্য। হঠাৎ এমনটা কেন করলো বুঝছিনা। আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকৃত রহস্য বের করবেন। 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট