হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ফাঁস দিয়ে আইনজীবীর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে নগরীর ছোটরা ইংরেজ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আইনজীবী মো. আসাদুজ্জামান জনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজার ডাঙ্গা এলাকার জামাল আহম্মেদের ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর ছোটরা এলাকায় বসবাস করত।

নিহতের স্ত্রী আইনজীবী ফাতেমা আক্তার জানান, তাঁর স্বামী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক ডাক্তারও দেখানো হয়েছে। তিনি নিয়মিত আদালতে যেতেন না। রাতে প্রায় দেরিতে ঘুমাতেন। অনেক দিন ধরে পারিবারিক কলহও ছিল। গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো আমরা বাচ্চা নিয়ে শুয়ে পড়ি। পরে তিনি উঠে সামনের রুমে যায়। ভেবেছি হয়তো প্রতিদিনের মত ওই রুমে কোন কাজ বা মোবাইল চালাচ্ছেন। পরে আমি ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ওই রুমে গিয়ে দেখি স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি হয় কিন্তু গেল রাতে তেমন কিছু হয়নি যে সে আত্মহত্যা করবে।’

ফাতেমা আক্তার জানান, প্রেমের পর ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। স্বামীর পরিবারের পক্ষ থেকে তাঁদের লেখাপড়া করায়। ২০১৬ সালে আইনজীবীর সনদ লাভ করে একত্রে স্বামী-স্ত্রী আইন পেশায় আসেন। সম্প্রতি স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় আদালতে তেমন যেতেন না। তাঁদের আসিফা জামান নামের চার বছরের একটি মেয়ে রয়েছে। 

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, নিহত জনি ও তাঁর স্ত্রী আইনজীবী সমিতির সদস্য। হঠাৎ এমনটা কেন করলো বুঝছিনা। আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকৃত রহস্য বের করবেন। 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১