হোম > অপরাধ > চট্টগ্রাম

শিশুকে ধর্ষণের পর হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের বাচ্চু মিয়া এবং একই গ্রামের আমির হামজা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ সকালে বাচ্চু মিয়া ও আমির হামজা মনোহরগঞ্জ উপজেলার এক শিশুকে ধর্ষণের পর দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা মনোহরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেপ্তারের পর আদালতের পাঠালে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী