হোম > অপরাধ > চট্টগ্রাম

ভুয়া ইউপি সদস্য সেজে দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে সই করলেন বাচ্চু মিয়া

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

জনৈক ব্যক্তির দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন বাচ্চু মিয়া নামের এক মাছ বিক্রেতা। তিনি সেখানে নিজেকে ইউনিয়ন পরিষদের সদস্য বলে দাবি করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।

এ নিয়ে তাঁর বিরুদ্ধে সরাইল থানায় গতকাল বৃহস্পতিবার বিকালে অভিযোগ করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এনামুল হক। এনামুল হক ওই গ্রামের ছায়েদ আহমেদ মাস্টারের ছেলে।

এ ব্যাপারে পাকশিমুল বিটের দায়িত্বে থাকা সরাইল থানার উপপরিদর্শক এসআই হোসনে মোবারক বলেন, আমরা বাচ্চু মিয়ার বিরুদ্ধে করা এনামুল মেম্বারের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বরইচারা গ্রামে তদন্তের জন্য যাই। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

পাকশিমুল ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুইয়া বলেন, আমাদের পরিষদের ইউপি সদস্য এনামুল হক আমাকে বিষয়টি জানিয়েছেন। ইউপি সদস্য সেজে সিল ও স্বাক্ষর করে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়া মারাত্মক অন্যায়। বিষয়টা আমরা ইউএনওকে জানিয়েছি। এ ব্যাপারে আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

বরইচারা গ্রামের সালিসকারক আলী আজগর মাস্টার বলেন, এনামুল মেম্বার সমস্ত গ্রামের লোকজন ডেকে বিষয়টি সম্পর্কে আমাদের জানিয়েছেন। আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। সত্য–মিথ্যা যাছাই করবে পুলিশ বা আদালত। 

ভুয়া ইউপি সদস্য সেজে দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে সিল ও স্বাক্ষর সম্পর্কে জানতে বাচ্চু মিয়ার ফোন নম্বরে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ