চট্টগ্রাম: নগরীতে ছিনতাইয়ের অভিযোগে তিন কিশোরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের পেছনে একটি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন কিশোরের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দু’জনের নাম মো. রুবেল (২৪) ও মনির হোসেন ওরফে কালা মনির (২১)।
এ ঘটনায় কোতয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।