হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রাম রেলস্টেশন থেকে কিশোর ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: নগরীতে ছিনতাইয়ের অভিযোগে তিন কিশোরসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের পেছনে একটি মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন কিশোরের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। বাকি দু’জনের নাম মো. রুবেল (২৪) ও মনির হোসেন ওরফে কালা মনির (২১)।

কোতয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রেলস্টেশনে তিন কিশোরসহ পাঁচজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানায়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, রিকশার যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

এ ঘটনায় কোতয়ালি থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়