কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে কৃষিজমি থেকে মাটি তোলায় পাঁচ ড্রেজার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাতে উপজেলার শিদলাই, সাহেবাবাদ, দর্পনারায়ণপুর, ছোট ধুশিয়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিকেরা হলেন উপজেলার সাহেবাবাদ গ্রামের বাসিন্দা মো. কাইয়ুম খান, শিদলাই গ্রামের বাসিন্দা জুলাম মিয়া, একই গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়া, দর্পনারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. ছবুর হোসেন ও ছোট ধুশিয়া গ্রামের মো. আবদুল কাদের।
তাঁদের প্রত্যককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্তদের দ্রুত ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও সোহেল রানা বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’