হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা, জেলহাজতে স্বামী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে স্ত্রী রুপা বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী নাছির উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে স্ত্রী রুপা বেগমকে হত্যা করে স্বামী নাছির উদ্দিন পালিয়ে যান। ওই দিনই পুলিশ কৌশল অবলম্বন করে নাছিরের মা এবং বোনকে দিয়ে তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড থেকে নাছিরকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দেন। মা ও বোনের কথা শুনে নাছির চাঁদপুরে চলে আসার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে নাছির রফ রফ লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি আসলে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে থাকেন। তখন চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের সদস্যরা সাদা পোশাকে লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় এবং তাঁকে গ্রেপ্তার করেন। 

আজ সকালে হত্যার ঘটনায় মৃত রুপার ভাই চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গতকাল দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে দা দিয়ে স্ত্রী রুপা বেগমকে জবাই করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে আমরা কৌশল অবলম্বন করে তাঁর পরিবারের মাধ্যমে নাছিরকে চাঁদপুর নিয়ে আসি এবং লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করি। 

ওসি আরও বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ