হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা, জেলহাজতে স্বামী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে স্ত্রী রুপা বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী নাছির উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে স্ত্রী রুপা বেগমকে হত্যা করে স্বামী নাছির উদ্দিন পালিয়ে যান। ওই দিনই পুলিশ কৌশল অবলম্বন করে নাছিরের মা এবং বোনকে দিয়ে তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড থেকে নাছিরকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দেন। মা ও বোনের কথা শুনে নাছির চাঁদপুরে চলে আসার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে নাছির রফ রফ লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি আসলে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে থাকেন। তখন চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের সদস্যরা সাদা পোশাকে লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় এবং তাঁকে গ্রেপ্তার করেন। 

আজ সকালে হত্যার ঘটনায় মৃত রুপার ভাই চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গতকাল দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে দা দিয়ে স্ত্রী রুপা বেগমকে জবাই করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে আমরা কৌশল অবলম্বন করে তাঁর পরিবারের মাধ্যমে নাছিরকে চাঁদপুর নিয়ে আসি এবং লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করি। 

ওসি আরও বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা