হোম > অপরাধ > চট্টগ্রাম

স্ত্রীকে দা দিয়ে জবাই করে হত্যা, জেলহাজতে স্বামী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নে স্ত্রী রুপা বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী নাছির উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাছির উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে স্ত্রী রুপা বেগমকে হত্যা করে স্বামী নাছির উদ্দিন পালিয়ে যান। ওই দিনই পুলিশ কৌশল অবলম্বন করে নাছিরের মা এবং বোনকে দিয়ে তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। হত্যাকাণ্ড থেকে নাছিরকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দেন। মা ও বোনের কথা শুনে নাছির চাঁদপুরে চলে আসার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে নাছির রফ রফ লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। চাঁদপুর লঞ্চঘাটের কাছাকাছি আসলে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করতে থাকেন। তখন চাঁদপুর সদর মডেল থানা-পুলিশের সদস্যরা সাদা পোশাকে লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় এবং তাঁকে গ্রেপ্তার করেন। 

আজ সকালে হত্যার ঘটনায় মৃত রুপার ভাই চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪। পরে দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মকবুল হোসেন বলেন, নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গতকাল দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে দা দিয়ে স্ত্রী রুপা বেগমকে জবাই করেন।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যান। পরে আমরা কৌশল অবলম্বন করে তাঁর পরিবারের মাধ্যমে নাছিরকে চাঁদপুর নিয়ে আসি এবং লঞ্চঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করি। 

ওসি আরও বলেন, নাছির তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু