হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে প্রেমিকের হাতে খুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়িতে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ার পর প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে খুন হন ফেরদাউস পাখি (৩২)। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক শাহাদাত হোসেন জীবনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও নিহতের মোবাইলটি উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে গতকাল শনিবার রাতে আসামি জীবনকে গ্রেপ্তার করা হয়। 

নিহত ফেরদাউস পাখি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে বাসিন্দা। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন জীবন দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের শামছুল আলমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। 

পুলিশ সুপার জানান, নিহত নারী জান্নাতুল ফেরদাউস পাখির ২০০৮ সালে প্রথম ও ২০১৪ সালে দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের ৬ মাস পর স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। চলতি বছরের মে মাসে রাজমিস্ত্রি শাহাদাত হোসেন জীবনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে পরিচয় হয় পাখির। এরই মধ্যে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সূত্র ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় পিতাম্বরপুর গ্রামের মিনহাজী বাড়ির এনায়েত উল্যার বসত ঘরের পার্শ্ববর্তী নির্জন স্থানে দেখা করেন তাঁরা। ওই স্থানে নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়ে বাদবিতণ্ডা একপর্যায়ে জীবন তাঁর সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে প্রথমে পাখির গলা কাটেন। পরে পাখি মাটিতে লুটে পড়লে তাঁর মৃত্যু নিশ্চিত করতে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যান। পরদিন বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সুপার আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি শাহাদাত হোসেন জীবনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছুরি ও নিহতের মোবাইলটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেলে গ্রেপ্তারকৃত আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি