হোম > অপরাধ > চট্টগ্রাম

মধ্যরাতে মাদকের আস্তানায় অভিযান, সাড়ে ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ১১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পল্লিতে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে সাড়ে ৫০০ লিটার চোলাই মদ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা মাজার রোডসংলগ্ন পাহাড়ের ত্রিপুরাপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ১১ জনের বিরুদ্ধে মাদকের আইনে মামলা দিয়ে আজ শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশ্বর ত্রিপুরা (৩৫) ও রবি ত্রিপুরা (৫৩)। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির খবর পেয়ে মধ্যরাতে পাহাড়ের ভেতরে থাকা ত্রিপুরাপাড়ার মাদকের আস্তানায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা। 

ওসি তোফায়েল আহমেদ আরও জানান, ১১ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ