হোম > অপরাধ > চট্টগ্রাম

চকরিয়ায় পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে তরুণকে ছুরি মেরে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচরে (বিএমচর) মো. শেফায়েত হাবিব (২০) নামে এক তরুণকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ১০০ গজ দূরে বেতুয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়। তিনি পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়ার প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে ও উপজেলা পর্যায়ে ফুটবলার ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বিএমচর স্কুলপাড়ার তারিকুল ইসলাম মিশুর (২০) সঙ্গে শেফায়েত হাবিবের তর্কাতর্কি হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিএমচর বেতুয়াবাজার এলাকায় ফের হাবিব ও মিশুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবকে ছুরিকাঘাত করেন মিশু। 

রক্তাক্ত অবস্থায় হাবিবকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে মঙ্গলবার হাবিবের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব বড়ভেওলা ও বিএমচরের শত শত নারী-পুরুষ বেতুয়া বাজারের মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। 

এ বিষয়ে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে হাবিব ও মিশুর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন হাবিব। চমেকে নেওয়ার পথে তিনি মারা যান। অভিযুক্ত মিশুকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, তিন সদস্য জিম্মি

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও