হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে এক বৃদ্ধার আত্মহত্যা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন থেকে সামসুন নাহার (৮২) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৮টায় চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সামসুন নাহার ওই এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী। নিহতের পরিবার বলছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। 

নিহতের ছেলে শামসুদ্দিন লিটন জানান, তাঁর মা সামসুন নাহার দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এ ছাড়া মায়ের বার্ধক্যজনিত আরও নানান জটিল রোগ ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজ শেষ করে কোনো একসময় মা আমাদের সবার অজান্তে বসতঘরের পাশে গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোররাতে সাহরি খাওয়ার জন্য মাকে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ের ঘরের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মায়ের মৃতদেহ দেখতে পাই। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি