হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে এক বৃদ্ধার আত্মহত্যা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন থেকে সামসুন নাহার (৮২) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৮টায় চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সামসুন নাহার ওই এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী। নিহতের পরিবার বলছে, পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। 

নিহতের ছেলে শামসুদ্দিন লিটন জানান, তাঁর মা সামসুন নাহার দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এ ছাড়া মায়ের বার্ধক্যজনিত আরও নানান জটিল রোগ ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজ শেষ করে কোনো একসময় মা আমাদের সবার অজান্তে বসতঘরের পাশে গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোররাতে সাহরি খাওয়ার জন্য মাকে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ের ঘরের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মায়ের মৃতদেহ দেখতে পাই। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ