হোম > অপরাধ > চট্টগ্রাম

সরাইলে কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলিকান্দি গ্রামে চাঞ্চল্যকর কাশেম (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোস্তাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল পুলিশ। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি কাশেমকে হত্যার পর থেকে ৮ মাস যাবৎ পলাতক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) হোসেন মোবারকের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে জেলার নান্দাইল থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মোস্তাকিমকে সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। 

এর আগে কাশেম হত্যা মামলার প্রধান আসামি কুতুব উদ্দিন, সিদ্দিকুর রহমান এবং সিদ্দিকুর রহমানের স্ত্রী সুগেরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সরাইল থানার উপপরিদর্শক এসআই হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ মোস্তাকিমকে ধরার চেষ্টা করছিল। অবশেষে আজ দুপুরে নান্দাইল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাঁকে জেলহাজতে পাঠানো হবে। 
 
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশেম মিয়া ছুরিকাঘাতে নিহত হন। পরদিন কাশেমের স্ত্রী আলছু বেগম সিদ্দিকুর রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৫ শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেমকে হত্যা করা হয়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ