হোম > অপরাধ > চট্টগ্রাম

সরাইলে কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলিকান্দি গ্রামে চাঞ্চল্যকর কাশেম (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোস্তাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল পুলিশ। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি কাশেমকে হত্যার পর থেকে ৮ মাস যাবৎ পলাতক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) হোসেন মোবারকের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে জেলার নান্দাইল থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মোস্তাকিমকে সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। 

এর আগে কাশেম হত্যা মামলার প্রধান আসামি কুতুব উদ্দিন, সিদ্দিকুর রহমান এবং সিদ্দিকুর রহমানের স্ত্রী সুগেরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সরাইল থানার উপপরিদর্শক এসআই হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ মোস্তাকিমকে ধরার চেষ্টা করছিল। অবশেষে আজ দুপুরে নান্দাইল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাঁকে জেলহাজতে পাঠানো হবে। 
 
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশেম মিয়া ছুরিকাঘাতে নিহত হন। পরদিন কাশেমের স্ত্রী আলছু বেগম সিদ্দিকুর রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৫ শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেমকে হত্যা করা হয়। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ