হোম > অপরাধ > চট্টগ্রাম

সরাইলে কাশেম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেলিকান্দি গ্রামে চাঞ্চল্যকর কাশেম (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোস্তাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে সরাইল পুলিশ। আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাকিম উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি কাশেমকে হত্যার পর থেকে ৮ মাস যাবৎ পলাতক ছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় সরাইল থানার উপপরিদর্শক (এসআই) হোসেন মোবারকের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে জেলার নান্দাইল থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মোস্তাকিমকে সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। 

এর আগে কাশেম হত্যা মামলার প্রধান আসামি কুতুব উদ্দিন, সিদ্দিকুর রহমান এবং সিদ্দিকুর রহমানের স্ত্রী সুগেরা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সরাইল থানার উপপরিদর্শক এসআই হোসনে মোবারক বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ মোস্তাকিমকে ধরার চেষ্টা করছিল। অবশেষে আজ দুপুরে নান্দাইল উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাঁকে জেলহাজতে পাঠানো হবে। 
 
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশেম মিয়া ছুরিকাঘাতে নিহত হন। পরদিন কাশেমের স্ত্রী আলছু বেগম সিদ্দিকুর রহমানসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৫ শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে কাশেমকে হত্যা করা হয়। 

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন