হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে এক কিশোর অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। নিহত কিশোরের নাম মো. রিয়াজ (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুরের কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ে এ ঘটনা ঘটে।

অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা। নিহত রিয়াজ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের মো. কামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১১টার দিকে মহিলা কলেজ-কিল্লার হাট রোড হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অশ্বদিয়ায় যাচ্ছিল অটোচালক রিয়াজ। এর পরের কোনো এক সময় কিল্লারহাট-অশ্বদিয়া সড়কের হেঞ্জুর মোড়ের আশপাশে দুর্বৃত্তরা রিয়াজকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে সড়কের পাশের জমির পানিতে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। তবে এ সময় নিহত রিয়াজের অটোরিকশাটি পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪