হোম > অপরাধ > চট্টগ্রাম

হাতকড়া পরা ইয়াবা কারবারিকে ছিনিয়ে নিল গ্রামবাসী

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে গ্রামবাসী। মোহাম্মদ হাবিব ওরফে মগু নামের ওই আসামির বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে। এলাকার বড় ইয়াবা ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত। ঘটনার একদিন পর গতকাল বৃহস্পতিবার পুলিশ বিভিন্ন এলাকা থেকে এক ইউপি সদস্যসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তবে ছিনিয়ে নেওয়া আসামীকে এখনো ধরতে পারেনি পুলিশ। ছিনিয়ে নেওয়া আসামিকে দুই দিনেও আটক করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, আসামি মগুকে আটক করে থানায় আনার পথে দুর্বৃত্তরা হামলা করেছিল। হামলাকারীদের মধ্যে নারী–শিশুরা থাকায় কঠোর হতে পারেনি পুলিশ। এ নিয়ে থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বেলা দুটার দিকে থানা থেকে মাইল পাঁচেক দূরের হাবিব পাড়ায় গিয়ে ১২-১৪ জন পুলিশ আসামি মগুকে নিজ বাড়ি থেকে আটক করে। এ খবর জানাজানি হলে পাড়ার লোকজন দ্রুত ঘর-বাড়ি ছেড়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। হাবিব পাড়া ইয়াবা ব্যবসায়ী নিয়ন্ত্রিত এলাকা বলে পরিচিত।

এদিকে পিকআপে করে পুলিশ আসামি মগুকে নিয়ে বড় রাস্তায় এলে সড়ক অবরোধ করে গ্রামবাসী। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে তাড়া করে। একপর্যায়ে পিক আপ থেকে নেমে পিছু হটে পুলিশ। এ সুযোগে হামলাকারীরা হাতকড়া পরে অবস্থায় মগুকে ছিনিয়ে নিয়ে যায়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল