হোম > অপরাধ > চট্টগ্রাম

হাটহাজারীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে জবাই করে হত্যার অভিযোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে খুন হন মো. এরশাদ (৩৮)। এরশাদকে তাঁর বিদেশ ফেরত ছোট ভাই মঞ্জুরুল আলম (৩৬) পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন এরশাদের স্ত্রী। তবে ছোট ভাই মঞ্জুরুল আলম বলেছেন, দুজন লোক (ডাকাত) বড় ভাই এরশাদকে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। 

জানা গেছে, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর মিরের খীল খন্দকার পাড়া এলাকার নূর জাহান ভবনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত মো. এরশাদ পেশায় একজন ব্যবসায়ী। চার দিন আগে বিদেশ ফেরত ছোট ভাইয়ের সঙ্গে সম্পদ নিয়ে তাঁর বাগ্বিতণ্ডা হয়। 

নিহতের স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, ‘ওমান প্রবাসী মঞ্জুরুল আলমের (দেবর) সঙ্গে বসতঘর তৈরি করা নিয়ে আমার স্বামী মো. এরশাদের বিরোধ চলছিল। বিদেশে বসেই মঞ্জুরুল আলম খুনের পরিকল্পনার ছক এঁকে গত চারদিকে আগে দেশে ফেরেন। একসঙ্গে ভাত খেয়ে আমার স্বামী এরশাদকে নিয়ে ছাদে যায় মঞ্জুরুল। সেখানেই তিনি নির্মমভাবে আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন। আমি আমার স্বামীর হত্যাকারী মঞ্জুরুল আলমের ফাঁসি চাই।’ 

হাটহাজারী থানা ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরশাদকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকারীদের ডাকাত বলা হলেও তদন্ত না করে কিছু বলতে পারছি না। জিজ্ঞাসাবাদের জন্য নিহত এরশাদের ছোট ভাই মধ্যপ্রাচ্য প্রবাসী অভিযুক্ত মঞ্জুরুল আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে এরশাদ খুন হয়েছে তা তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রহিমা বেগম একটি হত্যা মামলা করেছেন।’ 

পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের পৌর সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক জানিয়েছেন, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা বলছে, রাত ১২টার দিকে এরশাদের বাড়িতে ডাকাত ঢুকেছিল। আবার কেউ বলেছে, ছোট ভাই মঞ্জুরুল আলমের সঙ্গে বিরোধের জেরে তিনি খুন হয়েছেন।   

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম বন্দরে অফডক বন্ধের কর্মসূচি থেকে সরলেন ডিপোমালিকেরা

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে