হোম > অপরাধ > চট্টগ্রাম

নোয়াখালীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৫ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে দিদারুল আলম বেচু (২০) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

এর আগে সোমবার রাতসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার লুণ্ঠিত টাকা ও মোবাইলসহ এখনো পলাতক রয়েছেন মূল নেতৃত্বদানকারী আসামি।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—চরলক্ষ্মী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২০), একই গ্রামের মাহফুজের ছেলে রাশেদ (৩০), আমিনুল হকের ছেলে মাইন উদ্দিন মিষ্টু (৩২), আবুল হোসেনের ছেলে মহিন উদ্দিন চাঁন মিয়া (২১) ও আবুল কালামের ছেলে লোকমান হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গত ৬ মার্চ (সোমবার) সকালে স্থানীয় ছমিরহাট বাজারে গরু বিক্রি করতে যান দিদারুল আলম বেচু। বাজারে গরু বিক্রি করে সন্ধ্যা ৭টার দিকে একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। চরলক্ষ্মী গ্রামের গোলাম মাওলার কিল্লা এলাকায় পৌঁছালে ৭-৮ জন তাঁর গাড়ি গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় বাধা দেওয়ায় প্রথমে গাছের ডাল দিয়ে বেচুর মাথা, কপাল ও চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। পরে ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরে জখম করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যান আসামিরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেচুকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১০ মার্চ) ভোরে মারা যান তিনি।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় শুক্রবার নিহতের বড় বোন বিবি আয়েশা বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে চরজব্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সোমবার রাতসহ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই এবং হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনার মূল নেতৃত্বদানকারীসহ অপরদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান