হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে ৪২ লাখ টাকা মূল্যের সাড়ে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাস জব্দ করা হয়। আজ বুধবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকার আমানত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ইয়াবা বড়িগুলো উদ্বারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামি সুপারভাইজার মো. বিলাস ফরিদপুর জেলার সালথা থানার আবুল মাতাব্বরের ছেলে ও হেলপার রিপন হোসেন যশোর জেলার কোতোয়ালি থানার তেজরোল এলাকার মুনতাজ আলীর ছেলে।

ফেনী র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন গণপরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে বাসের সুপারভাইজার মো. বিলাস ও হেলপার রিপন হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের প্যান্টের পকেট এবং একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪৩টি নীল রঙের পলিজিপার প্যাকেটে ৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়ি লুকানো অবস্থায় উদ্ধার হয়। 

সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী আরও বলেন, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার ও হেলপার জানান পেশার আড়ালে তাঁরা কৌশলে দীর্ঘদিন পরস্পরের যোগসাজশে মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার থেকে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিলেন। 

পরে গ্রেপ্তার আসামিসহ উদ্ধার মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১