হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল শনিবার রাতে সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, রামদা, কিরিচ, ছুরি, লোহার রড, প্লাস, টর্চলাইটসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলগাজীর আবদুল খালেকের ছেলে ও ফেনীর ধর্মপুর আশ্রয়ণ এলাকার বাসিন্দা আবদুল মুনাফ (২৫), নোয়াখালীর সুধারাম থানার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুরের শাহরাস্তি থানার জয়নালের ছেলে ইকবাল (৩০), চট্টগ্রামের হাটহাজারী থানার আকবরের ছেলে মামুন (২৮), পাহাড়তলী থানার চানমিয়ার ছেলে আলমগীর (২৬), চট্টগ্রামের হালিশহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), নোয়াখালীর হাতিয়া থানার বুড়িচর এলাকার লালু মেকারের ছেলে জয়নাল আহম্মদ (৩৭) ও বরিশালের পাতাড়হাট থানার জামাল খানের ছেলে সুজন খান (২৫)। 

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্রসহ একদল ডাকাত সোনাগাজী উপজেলার একটি বিয়েবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাত্রা করে। এমন সংবাদে পুলিশের একটি দল তল্লাশিচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, আসামিরা আরও কী কী পরিকল্পনা করছিল এবং আগের অভিযোগগুলো খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার