হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার 

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল শনিবার রাতে সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয় রাউন্ড কার্তুজ, রামদা, কিরিচ, ছুরি, লোহার রড, প্লাস, টর্চলাইটসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলগাজীর আবদুল খালেকের ছেলে ও ফেনীর ধর্মপুর আশ্রয়ণ এলাকার বাসিন্দা আবদুল মুনাফ (২৫), নোয়াখালীর সুধারাম থানার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুরের শাহরাস্তি থানার জয়নালের ছেলে ইকবাল (৩০), চট্টগ্রামের হাটহাজারী থানার আকবরের ছেলে মামুন (২৮), পাহাড়তলী থানার চানমিয়ার ছেলে আলমগীর (২৬), চট্টগ্রামের হালিশহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), নোয়াখালীর হাতিয়া থানার বুড়িচর এলাকার লালু মেকারের ছেলে জয়নাল আহম্মদ (৩৭) ও বরিশালের পাতাড়হাট থানার জামাল খানের ছেলে সুজন খান (২৫)। 

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্রসহ একদল ডাকাত সোনাগাজী উপজেলার একটি বিয়েবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাত্রা করে। এমন সংবাদে পুলিশের একটি দল তল্লাশিচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, আসামিরা আরও কী কী পরিকল্পনা করছিল এবং আগের অভিযোগগুলো খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১