হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ পুলিশের ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত ১টার দিকে ফেনী মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, গত ৮ আগস্ট রোববার রাতে গোপাল কান্তি দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর অংশে ডিবি পুলিশের একটি দল তাঁর গতিরোধ করে। তাঁরা গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার নিয়ে নেয়। একপর্যায়ে স্বর্ণ সহ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে জিম্মি করে। পরে ডিবি পুলিশের ওই দলটি স্বর্ণের বারগুলো আত্মসাৎ করে ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ছেড়ে দেয়। 

এই ঘটনার মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন গোপাল কান্তি দাস। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ডিবির ওসিসহ ৩ জন এসআই ও ২ এএসআইকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটকৃতরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া, মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরুন্নবী। 

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র