হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ পুলিশের ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত ১টার দিকে ফেনী মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, গত ৮ আগস্ট রোববার রাতে গোপাল কান্তি দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর অংশে ডিবি পুলিশের একটি দল তাঁর গতিরোধ করে। তাঁরা গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার নিয়ে নেয়। একপর্যায়ে স্বর্ণ সহ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে জিম্মি করে। পরে ডিবি পুলিশের ওই দলটি স্বর্ণের বারগুলো আত্মসাৎ করে ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ছেড়ে দেয়। 

এই ঘটনার মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন গোপাল কান্তি দাস। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ডিবির ওসিসহ ৩ জন এসআই ও ২ এএসআইকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটকৃতরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া, মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরুন্নবী। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল