হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসিসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ পুলিশের ৬ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত ১টার দিকে ফেনী মডেল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, গত ৮ আগস্ট রোববার রাতে গোপাল কান্তি দাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর অংশে ডিবি পুলিশের একটি দল তাঁর গতিরোধ করে। তাঁরা গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার নিয়ে নেয়। একপর্যায়ে স্বর্ণ সহ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে জিম্মি করে। পরে ডিবি পুলিশের ওই দলটি স্বর্ণের বারগুলো আত্মসাৎ করে ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে ছেড়ে দেয়। 

এই ঘটনার মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন গোপাল কান্তি দাস। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ডিবির ওসিসহ ৩ জন এসআই ও ২ এএসআইকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

আটকৃতরা হলেন ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া, মাসুদ রানা। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরুন্নবী। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী