হোম > অপরাধ > চট্টগ্রাম

আসামির দায়ের কোপে কবজি হারালেন পুলিশ 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে কবির আহমদের ধারালো দায়ের কোপে মো. জনি খান (২৮) নামে এক পুলিশ সদস্যের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কনস্টেবল শাহাদাত (২৭) ও মামলার বাদী মো. আবুল হোসেন কালুও আহত হন। 

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পদুয়া লালারখিল এলাকায় মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তার করতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিপক্ষের লোকজনের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় কনস্টেবল ও মামলার বাদীও আহত হন। আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি কবির আহমদকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ