হোম > অপরাধ > চট্টগ্রাম

বাস থেকে নামিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, হেলপার গ্রেপ্তার

লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরে রামগঞ্জে বাস থেকে নামিয়ে এক নারীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। আজ শনিবার সকালে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বাসের হেলপার আজাদ উদ্দিন ও উপজেলার কাজীরখিল এলাকার এমরান হোসেনের নাম উল্লেখসহ একজনকে অজ্ঞাত উল্লেখ করে এ মামলা করা হয়।

গতকাল শুক্রবার রাতে ওই নারী এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।

এ দিকে গত রাতেই আটক বাসের হেলপার আজাদ উদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

ওসি এমদাদুল হক বলেন, ‘ওই নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এমরান হোসেনসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত আজাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। ভুক্তভোগীকে তাঁর মামার জিম্মায় দেওয়া হয়েছে। বাসের হেলপার এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।’

পুলিশ বলছে, শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল থেকে নোয়াখালীর সোনাপুরে যাওয়ার জন্য ওই নারী জননী নামের একটি বাসে ওঠেন। ভুলক্রমে রামগঞ্জের সোনাপুর নামক স্থানে ওই নারীকে নামিয়ে দেয়। পরে ঘটনাটি ওই বাসচালক ও হেলপারকে জানালে তারা ওই নারীকে নোয়াখালীগামী অন্য একটি গাড়িতে তুলে দেওয়ার কথা বলে আবার গাড়িতে উঠে বসতে বলেন। এর কিছুক্ষণ পরেই এমরান হোসেন ও তাঁর দুই সহযোগী গাড়ি থেকে ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে বাস টার্মিনালের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে এ কথা জানতে পেরে বাজারের নৈশপ্রহরী শাহজাহান মিয়াসহ অন্যরা এগিয়ে গেলে অভিযুক্ত এমরান হোসেনসহ অন্যরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে রামগঞ্জ থানা হেফাজতে নেয়।

এদিকে বাস টার্মিনালের প্রহরী শাহজাহান মিয়া ঘটনাস্থলেই মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হন। পরে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুনময় পোদ্দার জানান, শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধারণা করা হয়। 

মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৭

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪