চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মচারীর বিরুদ্ধে মোবাইল অ্যাপসের মাধ্যমে এক শিপইয়ার্ড ব্যবসায়ীর ৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মো. জাহিদ হোসেন (২৮)।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের শিপইয়ার্ড ব্যবসায়ী মো. ইসহাকের অফিস সহকারী হিসেবে কাজ করতেন জাহিদ। কাজের সুবাদে জাহিদ বিভিন্ন সময় অনলাইনে ব্যবসায়িক লেনদেনের কথা বলে মালিকের মোবাইল হাতে নিতেন। এই সুযোগ কাজে লাগিয়ে গত ৮ ও ১৭ জুন অ্যাপসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ভাটিয়ারী শাখায় মালিকের অ্যাকাউন্ট থেকে তাঁর নিজের ব্যক্তিগত সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে (নম্বর ২৩০২৮৮৬৩১৩০০১) ৬ দফায় মোট ৪ লাখ ৭০ হাজার টাকা সরিয়ে নেন। পরে ন্যাশনাল ব্যাংক থেকে বিষয়টি জানতে পারলে গতকাল রাতে ওই ব্যবসায়ী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘মালিকের অ্যাকাউন্ট থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে কর্মচারী জাহিদ ৪ লাখ ৭০ হাজার টাকা সরিয়ে নিয়েছেন বলে ব্যাংক স্টেটমেন্টের নথিতে স্পষ্ট রয়েছে। এ কারণে মালিক অভিযোগ দায়ের করেছেন। আমরা আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’