কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় বাজার পরিদর্শন করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (০৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের কাঁচাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণপাড়া সদর মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন দুলাল জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স ম আজহারুল ইসলাম। এ সময় পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে দুজন ব্যবসায়ীকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স ম আজহারুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদর কাঁচামাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুজন অসাধু ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।