হোম > অপরাধ > চট্টগ্রাম

ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাকলিয়ায় কলেজ ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে নগরীর বাকলিয়া ও চান্দগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলায় আহতেরা হলেন ছাত্রলীগ নেতা সাজিদ, নিশাত, রকিব, ফাহিম চৌধুরী, সাব্বির আলম সোহাগ ও আতাউল্লাহ অভি। এরা সবাই স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল গ্রুপের লোকজন। এঁদের মধ্যে তিনজন বাকলিয়া কলেজের শিক্ষার্থী। আহতেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বাকলিয়া কলেজে মনির গ্রুপ ও শাকিল গ্রুপের ছেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে মনির গ্রুপের লোকজন রাহাত্তারপুল এলাকায় চলে আসে। সেখানে একটি বাসায় থাকা শাকিল গ্রুপের লোকজন সন্দেহে তাঁদের ওপর হামলা করে। এই ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, চান্দগাঁও থানা এলাকায় এই মারামারির ঘটনা ঘটেছে। এ থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, ‘১৬ ডিসেম্বর কর্মসূচি ঘিরে আমরা একটি বৈঠক করছিলাম। পরে আমাদের ওপর মনিরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা বাকলিয়া ও চান্দগাঁও থানায় অভিযোগ দিয়েছি। এটা মামলা হিসেবে নেবেন বলে আমাদের জানিয়েছে।’ 

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু