হোম > অপরাধ > চট্টগ্রাম

ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাকলিয়ায় কলেজ ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে নগরীর বাকলিয়া ও চান্দগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলায় আহতেরা হলেন ছাত্রলীগ নেতা সাজিদ, নিশাত, রকিব, ফাহিম চৌধুরী, সাব্বির আলম সোহাগ ও আতাউল্লাহ অভি। এরা সবাই স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল গ্রুপের লোকজন। এঁদের মধ্যে তিনজন বাকলিয়া কলেজের শিক্ষার্থী। আহতেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বাকলিয়া কলেজে মনির গ্রুপ ও শাকিল গ্রুপের ছেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে মনির গ্রুপের লোকজন রাহাত্তারপুল এলাকায় চলে আসে। সেখানে একটি বাসায় থাকা শাকিল গ্রুপের লোকজন সন্দেহে তাঁদের ওপর হামলা করে। এই ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, চান্দগাঁও থানা এলাকায় এই মারামারির ঘটনা ঘটেছে। এ থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, ‘১৬ ডিসেম্বর কর্মসূচি ঘিরে আমরা একটি বৈঠক করছিলাম। পরে আমাদের ওপর মনিরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা বাকলিয়া ও চান্দগাঁও থানায় অভিযোগ দিয়েছি। এটা মামলা হিসেবে নেবেন বলে আমাদের জানিয়েছে।’ 

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার