কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, ইয়াবা ও কিশোরীসহ ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পুলিশের দাবি তাঁরা সন্ত্রাসী কার্যকলাপে সঙ্গে জড়িত।
রোববার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শিবিরের নুরানিপাড়া আই ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন সদস্যরা। আটককৃতরা হলেন, শিবিরের নুরুল হকের কিশোরী কন্যা আমিতা (১৫), আয়েশা বিবি (১২) ও আনিছ সাবার ছেলে আনোয়ার সাদেক (১৬)।
১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের কর্মকর্তা ও সঙ্গীয় দল অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ওই কিশোরীদের সংরক্ষিত একটি এলজি একটি ২১ ইঞ্চি লম্বা দেশীয় রামদাসহ আটক করা হয়। সেই সঙ্গে ৯৪ পিস ইয়াবাসহ খালেক গ্রুপের সন্ত্রাসী আনোয়ার সাদেক (১৬) প্রকাশ চোরাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এসপি তারিক জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যার পর শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতেই উখিয়া টেকনাফে এক ডজনেরও বেশি রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে এপিবিএন সদস্যরা।