হোম > অপরাধ > চট্টগ্রাম

নেত্রকোনার পৌর মেয়রের সহকারীকে চট্টগ্রামে অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার মেয়রের একান্ত সহকারীকে অপহরণ চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কের তুলাতলি মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মোহাম্মদ আকবর হোসেন (২২), মোহাম্মদ শাহীন (২৫), মোহাম্মদ মিনহাজ (২২), মোহাম্মদ আরাফাত (২২) ও মোহাম্মদ রবিন (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম বলেন, গত ৩০ জুলাই মেয়র আলাউদ্দিনের পরিবারের সঙ্গে দুর্গাপুর থেকে কক্সবাজারে গিয়েছিলেন তাঁর একান্ত সহকারী মোহাম্মদ সাগর খাঁন। এ সময় তাঁর সঙ্গে স্বজন ও এলাকার লোকজনও ছিলেন। বুধবার ভ্রমণ শেষে ফেরার পথে বাকলিয়া থানার তুলাতলি মোড়ে যানজট তৈরি করে তাঁদের বাসটি থামায় আকবর, শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিন।

পরে বাসযাত্রী মেয়রের পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকেন তাঁরা। এ সময় মেয়রের পিএস সাগর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে বাস থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাগর খাঁনের চিৎকারে গাড়িতে থাকা যাত্রীরা আসামিদের বাধা দেন এবং আকবরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকবরের তথ্যমতে শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে আটক করে।

ওসি মোহাম্মদ আব্দুর রহিম বলেন, এ ঘটনায় পৌর মেয়রের একান্ত সহকারী সাগর খাঁন বাদী হয়ে একটি মামলা করেছেন।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত