হোম > অপরাধ > চট্টগ্রাম

দেড় বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে মুক্তিপণের দাবিতে রায়হানুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দেড় বছরের বেশি সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক অন্যতম আসামি আব্দুর রহমান (২৫)। 

গতকাল শুক্রবার কর্ণফুলী থানার আওতাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আত্মগোপনে থাকাকালীন আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ২০২০ সালের ১৫ জানুয়ারি ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে রায়হানুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় কর্ণফুলী থানা পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। দুজনের সঠিক পরিচয় না পাওয়ায় আদালত তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। আব্দুর রহমান নামে আরেক আসামি ঘটনার পরই পালিয়ে থাকে। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার পরই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক