হোম > অপরাধ > চট্টগ্রাম

দেড় বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে মুক্তিপণের দাবিতে রায়হানুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দেড় বছরের বেশি সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক অন্যতম আসামি আব্দুর রহমান (২৫)। 

গতকাল শুক্রবার কর্ণফুলী থানার আওতাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আত্মগোপনে থাকাকালীন আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ২০২০ সালের ১৫ জানুয়ারি ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে রায়হানুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় কর্ণফুলী থানা পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। দুজনের সঠিক পরিচয় না পাওয়ায় আদালত তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। আব্দুর রহমান নামে আরেক আসামি ঘটনার পরই পালিয়ে থাকে। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার পরই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১