হোম > অপরাধ > চট্টগ্রাম

দেড় বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে মুক্তিপণের দাবিতে রায়হানুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দেড় বছরের বেশি সময় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে গ্রেপ্তার হয়েছেন পলাতক অন্যতম আসামি আব্দুর রহমান (২৫)। 

গতকাল শুক্রবার কর্ণফুলী থানার আওতাধীন মৌলভীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পিবিআই। 

পিবিআই পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আত্মগোপনে থাকাকালীন আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, ২০২০ সালের ১৫ জানুয়ারি ১৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে রায়হানুলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। এর আগে এ মামলায় কর্ণফুলী থানা পুলিশ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। দুজনের সঠিক পরিচয় না পাওয়ায় আদালত তাঁদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। আব্দুর রহমান নামে আরেক আসামি ঘটনার পরই পালিয়ে থাকে। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব নেওয়ার পরই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি