হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলায় সুমন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার সকাল সাড়ে ১০টায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার হওয়া সুমন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। সুমন ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বৌবাজার এলাকার কানু মিয়ার ছেলে। তিনি মামলার ৪ নম্বর আসামি। 

কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনায় মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তাঁর রাজনৈতিক কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা