হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার আসামি তারেক আজিজকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ৫ দিনের রিমান্ড দেওয়া দিয়েছেন আদালত।

এর আগে বিকেলে গ্রেপ্তারকৃত আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. বেলায়েত হোসেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতের বিচারক আনোয়ারুল কবীর শুনানি শেষে আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এই আলোচিত মামলায় এখন পর্যন্ত ১২ জন গ্রেপ্তার হলো। এর মধ্যে দেওয়ান ফয়সাল ও আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর হত্যা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

অভিযোগ রয়েছে, আসামি তারেক আজিজ ঘটনার দিন মোবাইলে কল করে আবদুল্লাহ আল নোমানকে নাগেরহাটের দিকে যেতে বলেন। নাগেরহাটের দিকে যাওয়ার পথেই নোমান ও রাকিবকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তারেক আজিজ সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার (৭ মে) তারেককে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রধান আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারেক সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রামের মৃত রফিক উল্যার ছেলে। তিনি হত্যা মামলার ১০ নম্বর আসামি।’

উল্লেখ্য, ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। ২৬ এপ্রিল রাত ১টার দিকে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন:

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ