হোম > অপরাধ > চট্টগ্রাম

সোনাইমুড়ীতে মাদকসেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। গতকাল বুধবার দিবাগত রাত ৯ টার দিকে সাত ঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ীর পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এসময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেন তিনি। রাত বাড়ী ফেরার পথে ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশিয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাথাড়ি জখম করে। মাহফুজের চিৎকারে বাড়ী থেকে তার চাচা ও চাচাতো ভাই এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজার মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন জানান, গত শবে-বরাতের রাতে একই বাড়ীর ইশতিয়াককে মাদক সেবন করতে বাধা দেয় মাহফুজ। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছিল। এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১