হোম > অপরাধ > চট্টগ্রাম

চমেকের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নালা থেকে দুই নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালের জি ব্লকের সামনের নালা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয় পরিচ্ছন্ন কর্মীরা। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস থেকে মরদেহ দুটি দাফন করা হয়। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, নবজাতক দুইটির মধ্যে একটি কালো পলিথিনে আরেকটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল। হাসপাতালের জি ব্লকের নিচতলায় করোনা ওয়ার্ডের সামনের নালা পরিষ্কার করার সময় সেগুলো দেখতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। 
 
পরিচ্ছন্ন কর্মী মো. কামাল বলেন, আজ সকালে নালা পরিষ্কারের সময় তিনি নবজাতক দুইটি দেখতে পাই। পলিথিনের ভেতর মোড়ানো থাকলেও নবজাতকগুলোর শরীরের কিছু অংশ বেরিয়ে ছিল। পরে নালা থেকে তুলে পলিথিন সরালে নবজাতকদের থেঁতলে যাওয়া শরীর দেখতে পাই। 

পরিচ্ছন্ন কর্মী আরও বলেন, নবজাতক দুইটির মাথা পুরোপুরি থেঁতলে গেছে। নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। মনে হয় হাসপাতালের ওপর থেকে কেউ তাদের ফেলে দিয়েছে। অথবা কোন কুকুর তাদের এখানে নিয়ে এসেছে। 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাজীব কুমার দে বলেন, আমরা সকালে খবর পেয়ে বাচ্চা দুটির মরদেহ উদ্ধার করেছি। দেখে মনে হয়েছে তাদের বয়স আট-নয় মাসের মধ্যে। সম্ভবত তাদের ওপরের তলা থেকে কেউ ফেলে দিয়েছে। উদ্ধারের পর আমাদের লোকেরা সঠিক নিয়ম মেনে তাদের দাফন করেছে। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে বিষয়টি জেনেছি। নবজাতকদের দাফনের বিষয়টি হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিস দেখেছে। এ ধরনের ঘটনা মেডিকেলে প্রায় ঘটে থাকে। যা খুবই দুঃখজনক। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০