নিখোঁজের চার দিনের মাথায় লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকার ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত অটোচালক ফজলুল করীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত দরবেশ মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফজলুল করীম ডেটল কিনতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ডোবার আশপাশে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে অটোরিকশা চালক ফজলুল করীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।