হোম > অপরাধ > চট্টগ্রাম

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিখোঁজের চার দিনের মাথায় লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকার ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত অটোচালক ফজলুল করীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত দরবেশ মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফজলুল করীম ডেটল কিনতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। 

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ডোবার আশপাশে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে অটোরিকশা চালক ফজলুল করীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ফজলুল করীমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহিত করে আটক অভিযান চলছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ