হোম > অপরাধ > চট্টগ্রাম

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিখোঁজের চার দিনের মাথায় লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকার ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত অটোচালক ফজলুল করীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত দরবেশ মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফজলুল করীম ডেটল কিনতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। 

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ডোবার আশপাশে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে অটোরিকশা চালক ফজলুল করীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ফজলুল করীমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহিত করে আটক অভিযান চলছে।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন