হোম > অপরাধ > চট্টগ্রাম

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল অটোরিকশা চালকের লাশ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিখোঁজের চার দিনের মাথায় লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর এলাকার ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহত অটোচালক ফজলুল করীম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত দরবেশ মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ফজলুল করীম ডেটল কিনতে বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। 

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ডোবার আশপাশে দুর্গন্ধ বের হয়। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে অটোরিকশা চালক ফজলুল করীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ফজলুল করীমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহিত করে আটক অভিযান চলছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন