হোম > অপরাধ > চট্টগ্রাম

মুক্তি পেলেন কুরিয়ার সার্ভিসের অপহৃত ২ কর্মী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীদের হাতে অপহৃত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুই কর্মচারীকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে অপহৃতরা কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস এবং রানার মো. আল-আমিনের চোখ বেঁধে খাগড়াছড়ির অজ্ঞাতস্থানে ছেড়ে দেয় অপহরণকারীরা।

আজ মঙ্গলবার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ও সুন্দরবন কুরিয়ারের ফেনীর এজিএম মারুফ হোসেন। 

সুন্দরবন কুরিয়ারের ফেনীর এজিএম মারুফ হোসেন বলেন, মুক্তি পাওয়া আব্বাস ও আল আমিন তাঁদের বাড়ি ফিরে গেছেন। শারীরিকভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। অপহরণকারীরা তাঁদের চোখ বেঁধে দীর্ঘ পথ পায়ে হাঁটিয়ে অজ্ঞাত এক স্থানে সোমবার রাতে ছেড়ে দেয়। পরে তাঁরা সিএনজি অটোরিকশা করে বারৈয়ারহাট এসে ঢাকায় সুন্দরবন কুরিয়ারের হেড অফিসে পৌঁছান। কীভাবে তাঁরা মুক্তি পেলেন এ ব্যাপারে তিনি কিছু জানেনা না বলে জানান। 

অপহরণের চার দিন পর উদ্ধার হওয়ায় তাঁদের পরিবারে আনন্দের জোয়ার বইছে। অপহৃত আব্বাসের খালাতো ভাই মো. রুবেল বলেন, সকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁদের মুক্তি পাওয়ার কথা জানানো হয়। এত দিন উদ্বেগজনক অবস্থায় ছিলেন তাঁরা। আব্বাসের সঙ্গে তাঁর পরিবারের কথা হয়েছে। তাঁরা এখন ঢাকায় রয়েছেন এবং সুস্থ আছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে মোবাইল ফোনে অপহৃত চালক আব্বাসের সঙ্গে কথা বলে তাঁদের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত হয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার জেলা সদর থেকে ডাক নিয়ে ঢাকায় যাওয়ার পথে রামগড়ের-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে চালক মো. আব্বাস ও রানার আল আমিনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রটি। অপহরণকারীরা দুজনের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে