হোম > অপরাধ > চট্টগ্রাম

কবিরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি ও খুন: অস্ত্রসহ গ্রেপ্তার ৭ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে। 

আজ সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম। 

এর আগে, গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬০ ভরি সোনা, ১৬০ ভরি রুপা ও স্বর্ণালংকার বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তার সাতজন হলেন সোনাইমুড়ী উপজেলার জগজীবনপুর গ্রামের শাহাদাত হোসেন, বজরা গ্রামের সাদ্দাম হোসেন জিতু, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের সালাউদ্দিন, কবিরহাটের জৈনদপুর গ্রামের মিজানুর রহমান রনি, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের নোমান, পশ্চিম চরমার্টিন গ্রামের সুজন হোসেন ও কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ কমল সরকার। 

পুলিশ সুপার জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন পরিকল্পনার পর ৭ ডিসেম্বর ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ৮ ডিসেম্বর ডাকাতি করেন। খুব অল্প সময়ের মধ্যে ডাকাতির মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মালপত্রও জব্দ করা হয়। গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, খুন, গরু চুরিসহ নানা অপরাধের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা