টেকনাফ (কক্সবাজার): টেকনাফে ২০ হাজার ১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, নাইট্যং পাড়ার মো. হাফেজ আহমদের ছেলে মো. ফয়েজুল ইসলাম (২৬) ও উত্তর গোদারবিলের শাহ নেওয়াজের স্ত্রী জামালিজা (২৫)।
কক্সবাজার র্যাব–১৫–এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল টেকনাফের লেঙ্গুরবিলের মাঠপাড়া মোড়ে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এএসপি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।