গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌশনহাট ব্রিজ এলাকা থেকে অ্যাম্বুলেন্স ও ১২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা-পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রৌশনহাট ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আশুলিয়ার জমশের আলীর ছেলে মুরসালিন (১৮) ও সিরাজগঞ্জ সদরের মো. ইমান আলীর ছেলে মো. সাগর (২৪)।
জানা যায়, চন্দনাইশ থানা-পুলিশ চট্টগ্রাম অভিমুখী একটি অ্যাম্বুলেন্সকে থামিয়ে তল্লাশি করে। সেখান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে উপপরিদর্শক ওপর বড়ুয়া বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল আজ আদালতে পাঠানো হয়েছে।