হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি, উদ্ধার করা এসব ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা। 

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর আসে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে ঢুকছে। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। 

একপর্যায়ে ভোর ৪টার দিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারিকে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। এ সময় টহলদল তাদের থামানোর নির্দেশ দেয়। বিজিবির অধিনায়ক বলেন, চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল তাদের থামানোর চেষ্টা চালিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল