হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি, উদ্ধার করা এসব ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা। 

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর আসে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে ঢুকছে। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। 

একপর্যায়ে ভোর ৪টার দিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারিকে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। এ সময় টহলদল তাদের থামানোর নির্দেশ দেয়। বিজিবির অধিনায়ক বলেন, চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। টহলদল তাদের থামানোর চেষ্টা চালিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৩ কেজি ১৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের