হোম > অপরাধ > চট্টগ্রাম

যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে ছুরিকাঘাত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি সুজনকে (২৬) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাশের উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।

সুজন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত সুজনকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সুজনের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় গৌরীপুর বাজারে আমার ছেলের ওপর হামলা করে নয়াগাঁও গ্রামের জামাল ও কামাল গ্যাংরা। এ সময় তাঁরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এর আগে বিকেলে জিয়ারকান্দি আমার বাড়ির প্রবেশ পথে এসে ফাঁকা গুলিও ছোড়েন তাঁরা। 

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমার ছেলে জহির হত্যার ঘটনায় জড়িত ছিল না। জামাল ও কামালরাই আমার ছেলেকে জহির হত্যা মামলায় আসামি করিয়েছেন। আমার ছেলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন।’ 

জামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুজনকে কে বা কারা মারধর করেছে তা আমরা জানি না। আমার ভাই এবং আমি এ ঘটনার সময় ছিলাম না। 

জামাল আরও বলেন, সুজন জহির হত্যা মামলার আসামি এবং তার বড় ভাই শাকিল জহির ও মনির চেয়ারম্যান হত্যা মামলার আসামি। 

জহির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তিতাস থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সুজনকে মারধর করার বিষয়টি অন্য থানার ঘটনা। এ ঘটনা জহির হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট না। সুজন ও তাঁর বড়ভাই শাকিল জহির হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ