লক্ষ্মীপুরের রায়পুরে মো. হান্নান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের খাইল্লারপোল এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, হান্নান রায়পুর পৌরসভার খাজুরতলা এলাকার মোল্লাবাড়ির মৃত অলিউল্লার ছেলে। তিনি ইট ভাঙা শ্রমিকের কাজ করতেন।
নিহতের বোন আনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন ধরে হান্নান মৃগী রোগে ভুগছিলেন। গতকাল সোমবার দুপুরে আমার বাড়িতে এসে খাওয়াদাওয়া করে নিজের বাড়িতে চলে যান।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাড়ি ফেরার পথে খালের পানিতে পড়ে ডুবে মারা গেছেন।