হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে অপহরণের শিকার আরও চার কৃষক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এবার চার কৃষককে অপহরণ করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি খেত থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম। ১৫ দিন আগে উপজেলায় ছয়জনকে অপহরণ করা হয়। 

জানা গেছে, খেতের ফসল দেখভাল করতে পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন ওই চার কৃষক। ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের অপহরণ করে। 

অপহৃত ব্যক্তিদের স্বজনেরা জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে চাষের জমি নষ্ট হচ্ছে। তাই রাতে কৃষকেরা খেতের ফসল পাহারা দিয়ে সকালে বাড়ি ফিরে যান। গতকাল শনিবার ওই চার কৃষক খেত পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেননি। 

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ অপহৃত চার দরিদ্র কৃষককে দ্রুত উদ্ধারের দাবি জানান। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরার সময় অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান। 

উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ কৃষককে অপহরণ করা হয়।

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ২ ট্রলারসহ আটক ২৩

হাদির ওপর হামলায় ডাকসু ভিপির জবাব চাইলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

‘অর্থ লোপাট করে বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন ভেঙেছেন দীপু মনি ও তাঁর ভাই’

আনোয়ারায় নিখোঁজের ৯ দিন পর খালে মিলল বৃদ্ধের লাশ