হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে অপহরণের শিকার আরও চার কৃষক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এবার চার কৃষককে অপহরণ করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং পাহাড়ি খেত থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম। ১৫ দিন আগে উপজেলায় ছয়জনকে অপহরণ করা হয়। 

জানা গেছে, খেতের ফসল দেখভাল করতে পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন ওই চার কৃষক। ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁদের অপহরণ করে। 

অপহৃত ব্যক্তিদের স্বজনেরা জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে চাষের জমি নষ্ট হচ্ছে। তাই রাতে কৃষকেরা খেতের ফসল পাহারা দিয়ে সকালে বাড়ি ফিরে যান। গতকাল শনিবার ওই চার কৃষক খেত পাহারা দিতে গিয়ে আর ফিরে আসেননি। 

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ অপহৃত চার দরিদ্র কৃষককে দ্রুত উদ্ধারের দাবি জানান। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরার সময় অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ছাড়া পান। 

উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ কৃষককে অপহরণ করা হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ