হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাকে সন্ত্রাসীদের গুলি, চালক গুলিবিদ্ধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে কাঠবোঝাই চলন্ত ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৭৯৯) লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। তাতে ট্রাকচালক সৈয়দ আলম (২৬) গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আহত ট্রাকচালককে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, আহত ট্রাকচালক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর পা ভেদ করে চলে গেছে। চালক আশঙ্কামুক্ত।

ট্রাকে থাকা আরেক চালক মো. জাকির হোসেন (৪৫) বলেন, ‘সকালে সেগুন কাঠভর্তি ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। ট্রাকটি সৈয়দ আলম চালাচ্ছিল। আমি পাশের সিটে বসে ছিলাম। ট্রাকটি মানিকছড়ি পার হয়ে সকাল ৯টার দিকে সাপছড়ি মোন পাহাড়ে ওঠার সময় সড়কের পশ্চিম প্রান্ত থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা।’

জাকির হোসেন আরও বলেন, গুলিতে ট্রাকের দুটি চাকা ফুটো হয়ে যায়। অল্পের জন্য ট্রাকটি উল্টে পড়েনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত আলমকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন ট্রাকচালক ও শ্রমিকেরা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তাঁরা। এলাকাবাসীর ধারণা, চাঁদার জন্য সন্ত্রাসীরা এ কাজ করেছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প